thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

চট্টগ্রাম মাজারে জোড়া খুন : আদালতে চার্জশিট

২০১৬ মার্চ ০৭ ১৬:১৩:২৮
চট্টগ্রাম মাজারে জোড়া খুন : আদালতে চার্জশিট

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মাজারে জোড়া খুনের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মহানগর হাকিম আদালতে সোমবার দুপুরে এ চার্জশিট জমা দেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই সন্তোষ চাকমা।

সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জোড়া খুনের দুই মামলায় পৃথকভাবে অভিযোগপত্র (চার্জশিট) আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আদালতে তা দাখিল করা হবে।

তিনি বলেন, মামলায় জেএমবির সদস্য সুজন ওরফে বাবুকে একমাত্র আসামি দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আকবর টিলা এলাকার ‘ল্যাংটা ফকিরের মাজার’ নামে পরিচিত একটি ঘরে ঘুমন্ত অবস্থায় রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকির ও তার খাদেম আবদুল কাদেরকে গলাকেটে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহত কাদেরের ছোট ভাই নুরুল ইসলাম অজ্ঞাতপরিচয় এক যুবককে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করেন বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গত বছরের ৫ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগরের একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, গ্রেনেডসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি। তাদের মধ্যে সুজন ওরফে বাবুও ছিলেন।

জিজ্ঞাসাবাদে সুজন ওরফে বাবু স্বীকার করেন যে, জেএমবি চট্টগ্রামের ‘প্রধান’ ফারদিনের নির্দেশে ল্যাংটা ফকির ও তার খাদেমকে হত্যা করেন তিনি। পরে মামলাটি বায়েজিদ বোস্তামী থানা থেকে ডিবিতে স্থানান্তর করা হয়।

দুই অভিযোগপত্রে আসামি করা হয়েছে জেএমবি সদস্য মো. সুজন ওরফে বাবুকে। তিনি বর্তমানে কারাগারে আছেন। আদালতে দেওয়া ওই অভিযোগপত্রে ২৫ জন করে সাক্ষী রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএআর/সা/মার্চ ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর