thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শিশু অপহরণ ও হত্যাকারী আটক

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৩:৪১:১৪
শিশু অপহরণ ও হত্যাকারী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জে দুই শিশু অপহরণ এবং তাদের হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, শিশু জাহিদুল ইসলাম ও সাকিন আলম অপহরণ এবং তাদের হত্যার ঘটনায় পারভেজ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

২১ জানুয়ারি উপজেলার কাঁচপুর এলাকা থেকে অপহরণের শিকার হয় দুই স্কুলছাত্র জাহিদুল ইসলাম ও সাকিন আলম। ২২ জানুয়ারি সকালে উপজেলার সাদিপুর ইউপির ভারগাঁও বেড়িবাঁধ এলাকা থেকে জাহিদের বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

অপহৃত সাকিন আলমের গলাকাটা লাশ ২৬ জানুয়ারি উপজেলার কাঁচপুর ইউপির বেহাকৈর মোল্লাবাড়ি বেড়িবাঁধ এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএইচও/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর