thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

আনোয়ার ও রফিকুলের জামিন বহাল

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৪:২৭:৩৮
আনোয়ার ও রফিকুলের জামিন বহাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিনাদেশ বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। আপিল বিভাগের চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার হাইকোর্টের দেওয়া ওই আদেশ বহাল রাখেন।

মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় ২৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় মাসের জামিন দেন।

এরপর রাষ্ট্রপক্ষ এ জামিনের স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত নো অর্ডার বলে পাস করে দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারের ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন বহাল থাকল বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর