thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সরকারের শেষ সময়ে প্রকল্প পাসের হিড়িক

২০১৩ নভেম্বর ০৩ ২১:৪৮:৩৭
সরকারের শেষ সময়ে প্রকল্প পাসের হিড়িক


দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকারের শেষ সময়ে প্রকল্প অনুমোদনের হিড়িক পড়েছে। মঙ্গলবার অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে ১৪টি উন্নয়ন প্রকল্প। শেষ পর্যায় রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে।
এছাড়া টেবিলে আরও ৩টি প্রকল্প যেতে পারে বলে জানা গেলেও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম।

তিনি দিরিপোর্ট২৪ কে জানান, প্রকল্প অনুমোদনে রাজনৈতিক চাপ নেই। তবে দাতাদের চাপ রয়েছে। কেননা বৈদেশিক অর্থায়ন থাকায় এসব প্রকল্প অনুমোদন না করালে অর্থ প্রাপ্তি অনিশ্চি হবে। তাই দ্রুত এসব প্রকল্প অনুমোদন দিতে হচ্ছে।
একনেকে অনুমোদনের জন্য উঠতে যাওয়া প্রকল্পগুলো হচ্ছে -গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, স্টাবলিসমেন্ট অব ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স অ্যাট অটোমিক এনার্জি সেন্টার ঢাকা, জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা), স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্ডসমেন্ট প্রজেক্ট, চন্দনা- বারাসিয়া নদী খনন প্রকল্প (১ম সংশোধিত), মিলিটারি ফার্ম আধুনিকায়ন, বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট (২য় সংশোধিত), রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচপীড় বাজার চিলমারি উপজেলা সদর দফতরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার র্দীঘ পিসি গাডার সেতু নির্মাণ প্রকল্প, বাংলাদেশের পল্লী অঞ্চলে লঞ্চ ঘাট এবং ওয়েসাইড ঘাট উন্নয়ন, কনস্ট্রাকশন অব লিংকরোড-ঢাকা ট্রাংক রোড টু বায়জিদ বোস্তামি রোড ইনক্লুডিং লুফ রোড অ্যাট দ্যা আউটার প্রিফহারি অব এইড ডব্লিউ, কনস্ট্রাকশন অব ১০তলা অফিস বিল্ডিং ফর এনএসআই এবং এক্সটেনশন অব এভিয়েশন ফুয়েল হাইড্রান্ট সিস্টেম অ্যাট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা।
(দিরিপোর্ট২৪/জেজে/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর