thereport24.com
ঢাকা, বুধবার, ২ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৬ মহররম 1447

খন্দকার মাহবুবের মুক্তিতে বাধা নেই

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৫:০১:০৫
খন্দকার মাহবুবের মুক্তিতে বাধা নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

রমনা থানায় দায়ের করা মামলায় সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিনাদেশ দেন।

একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

হাইকোর্টের এই আদেশের ফলে খন্দকার মাহবুব হোসেনের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম।

আদালতে মাহবুব হোসেনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন ও এজে মোহাম্মদ আলী প্রমুখ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান শুনানি করেন।

(দ্যরিপোর্ট/এসএ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর