thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নাশকতাকে দেশের মানুষ ‘না’ বলেছে : যোগাযোগমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৫:১১:২১
নাশকতাকে দেশের মানুষ ‘না’ বলেছে : যোগাযোগমন্ত্রী

সিলেট অফিস : নাশকতাকে দেশের মানুষ ‘না’ বলেছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সিলেট নগরীর সুরমা নদীর উপর কাজিরবাজার সেতুর কাজ পরিদর্শনকালে সোমবার দুপুর সাড়ে ১২টায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের তালিকা তৈরি করছে সরকার। এ অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে মনে হয়েছিল বিরোধী দলের আন্দোলনে বাংলাদেশের ওপর আকাশ ভেঙে পড়বে। কিন্তু নির্বাচন, সরকার গঠন, সংসদ অধিবেশন সব হয়েছে; বাংলাদেশের ওপর আকাশ ভেঙে পড়েনি। দেশি-বিদেশি সকল মহল সরকারকে সমর্থন জানিয়েছে। মানুষ এখন হরতাল-অবরোধের নামে সহিংসতা চায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের পর মধ্যবর্তী নির্বাচনের জন্য একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি তখন সেই প্রস্তাবে রাজি হয়নি। এখন আর মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বলেছিল, এই নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিরোধী দলের শুভবুদ্ধির উদয় হয়েছে দাবি করে মন্ত্রী তাদের ধন্যবাদও জানান।’

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এটি আইনি প্রক্রিয়া।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সন্ত্রাসী, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তাদের তালিকা তৈরি হচ্ছে।’

কাজিরবাজার সেতুর কাজ পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘সেতুর ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ৫ ভাগও শিগগিরই শেষ হবে। প্রধানমন্ত্রী নিজে এ সেতুর উদ্বোধন করবেন বলে জানান তিনি।

সেতু পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. দীপু মনি এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১১টায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারযোগে সিলেটে আসেন।

হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে তিনি নির্মাণাধীন কাজিরবাজার সেতু পরিদর্শনে যান। পরে তিনি জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় যোগ দেন।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর