thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কুড়িগ্রামে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৫:১২:৩৮
কুড়িগ্রামে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নিঃশর্ত মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে কুড়িগ্রাম শহর জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ও শহর আমির আব্দুস সবুর খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পুরান পশু হাসপাতাল মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরান পশু হাসপাতাল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, শহর আমির আব্দুস সবুর খান, শিবিরের জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলম জুয়েল প্রমুখ।

সমাবেশে বক্তারা মাওলানা মতিউর রহমান নিজামীসহ নেতাদের সকল মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন।

(দ্য রিপোর্ট/জেআই/ইইউ/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর