thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

নাটোরে হাসপাতালের তিন দালালকে কারাদণ্ডাদেশ

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৫:৪৬:৩৮
নাটোরে হাসপাতালের তিন দালালকে কারাদণ্ডাদেশ

নাটোর সংবাদদাতা : জেলা সদর হাসপাতাল থেকে পুলিশ তিন দালালকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস সোমবার দুপুরে এ কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের মল্লিকহাটি এলাকার আব্দুল মজিদের ছেলে মজিবর রহমান, আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল ও কান্দিভিটা এলাকার আলী আশরাফের ছেলে সাকিল।

নাটোরের সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম ও সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন দ্য রিপোর্টকে জানান, বেশ কিছুদিন থেকে জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছিল। দুপুরে পুলিশ সদর হাসপাতালে এক অভিযান চালিয়ে তিন দালালকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস এই কারাদণ্ডাদেশ দেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর