thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বাল্যবিবাহ বাতিল নয়, তবে বাতিলযোগ্য

২০১৩ নভেম্বর ০৩ ২১:৫৩:০০
বাল্যবিবাহ বাতিল নয়, তবে বাতিলযোগ্য

দিরিপোর্ট২৪ ডেস্ক : ১৮ বছরের কম বয়সি নারী বা ২১ বছরের কম বয়সি পুরুষের মধ্যে বাল্যবিবাহ হলে তা বাতিল বলে গণ্য হবে না, তবে তা বাতিলযোগ্য। ১৫ বছর বয়সি এক মেয়ের করা স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলার রায়ে ভারতের এক আদালত এ রায় দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

হিউম্যান রাইটস কর্মীরা এ রায়ের সমালোচনা ও বাল্যবিবাহ নিষিদ্ধ না করায় সরকারকে দায়ী করেছে।

ভারতে ১৮ বছরের কম বয়সি মেয়েদের বিয়ে দিলে এ অপরাধে বাবা-মাসহ জড়িতদের শাস্তি দেওয়ার বিধান আছে। তবে ১৫ বছর বা তার চেয়ে বড় কোনো মেয়ে যদি স্বেচ্ছায় বিয়েতে রাজি হয় তবে এ শাস্তির বিধান প্রযোজ্য হবে না বলেও জানিয়েছে আদালত।

অতিরিক্ত এজলাসে চলা এ মামলার বিচারক সভিতা রাও ও প্রশান্ত কুমার সাহানি প্রমাণ পান যে, বাদী নারী তার পছন্দেই বিয়ে করেছিল। এজন্যই তাদের বিয়ে বাতিল হবে না বলে রায় দেয় আদালত।

বিচারক বলেন, এ ধরনের ঘটনায় স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ করে তবে তা গ্রহণযোগ্য হবে না।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর