thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক চার

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৬:২৬:৪৪
কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক চার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে অস্ত্র, গুলি ও দুটি মোটরসাইকেলসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার বিকেল ৩টায় উপজেলার ধর্মদহ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো নারায়ণগঞ্জের আব্দুস সোবাহের ছেলে রুবেল (২৫), মেহেরপুর জেলার গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের মনছুর আলীর ছেলে মমিন হোসেন (২৮), একই গ্রামের আজিজুল হকের ছেলে রবিউল ইসলাম (২৩) ও একই উপজেলার সোলায়মানের ছেলে জামরুল হক (২৬)।

কুষ্টিয়া ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকার দ্য রিপোর্টকে জানান, ধর্মদহ সীমান্তে একদল অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনাবেচা করছে- এমন সংবাদে ধর্মদহ বিওপির টহল দল সেখানে অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে চারজনকে আটক করে। আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি এলজি ও এক রাউন্ড গুলি। এ ছাড়াও অস্ত্র ব্যবসায়ীদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর