thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘রাজশাহীতে ছাত্রছাত্রীদের ব্যানারে জামায়াত-শিবির’

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৬:৫২:৫৭
‘রাজশাহীতে ছাত্রছাত্রীদের ব্যানারে জামায়াত-শিবির’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কোনো ধরনের নৈরাজ্য আমরা সমর্থন করি না। তবে আমরা শুনেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা আন্দোলন চালাচ্ছে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী নয়, ভ্রাতৃপ্রতিম সংগঠন। ছাত্রলীগ বৃহৎ একটি সংগঠন। তাই এখানে বিভিন্ন সময় বিভন্ন অনুপ্রবেশকারীরা প্রবেশ করে। অতীতে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আমরা দেখেছি সেখানে যারা ছাত্রলীগের ব্যানারে ওই ঘটনা ঘটিয়েছিল পরে তাদের আসল পরিচয় পাওয়া গেছে।’

এ সময় ছাত্রলীগকে এ সব অনুপ্রবেশকারীর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) প্রতিবেদনের বরাত দিয়ে আওয়ামী লীগের এ নেতা দাবি করেন, ‘সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, ৫ জানুয়ারির নির্বাচনে সব দল অংশগ্রহণ করলেও আওয়ামী লীগই জয়ী হতো। তারা জানিয়েছে নির্বাচনে ৪২ শতাংশ মানুষ আওয়ামী লীগকে আর ৩৫ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিত। আমরা মনে করি বিএনপির কাছেও সে ধরনের একটি জরিপ ছিল। সে জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি।’

জরিপের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘দেশের মানুষের কাছে এখনো বিএনপি নেত্রী খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক জনপ্রিয়।’

প্রতিবেদন প্রকাশকারী সংস্থাটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম বিএনপি আনুষ্ঠানিকভাবে সহিংসহতার পথ ছাড়ার ঘোষণা দেবে। কিন্তু সোহরাওয়ার্দীতে বিএনপি চেয়ারপারসনের বক্ত্যব্যের পরও আগুন দিয়ে গাড়ি পোড়ানো হয়েছে। তাদের কথায় আস্থা রাখা যাচ্ছে না। যতক্ষণ না তারা অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছেন ততক্ষণ আলোচনা নয়।’

‘আমরা বিএনপিকে বলব, নিজের ভুল স্বীকার করে সংশোধনের পথে আসুন। আমরা চাই, বিএনপি দেশের শক্তিশালি গণতান্ত্রিক রাজনৈকি দল হিসেবে টিকে থাকুক’ বলেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য সুজীত রায় নন্দী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এফএস/এনডিএস/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর