thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বাধা দিলে বাধবে লড়াই : রিজভী

২০১৩ নভেম্বর ০৩ ২২:০৯:২৩
বাধা দিলে বাধবে লড়াই : রিজভী

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলের ডাকা হরতালে কোনো প্রকার বাধা দেওয়া হলে লড়াই বাধবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার রাত সাড়ে ৭টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

রিজভী বলেন, ‘সোমাবার থেকে শুরু হওয়া টানা ৬০ ঘণ্টার হরতাল হলো নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে। এ হরতালে কোনো দোকানপাট খুলবে না। গাড়ির চাকা ঘুরবে না। অফিস আদালতও খুলবে না। সব ধরনের বৈরিতা উপেক্ষা করে মানুষ রাজপথে বেরিয়ে আসবে এবং হরতাল সফল করবে।’

হরতালে বাধা দেওয়া হলে বিএনপি কী করবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি লাইন তুলে ধরে রিজভী বলেন, ‘বাধা দিলে বাধবে লড়াই। বাংলাদেশ বহুমাত্রিক বহু দলীয় দেশ যেখানে একদল কখনো ঠিকতে পারবে না।’

সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) তো অনেক কথাই বলেছেন।পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনে ফিরে যাচ্ছেন তিনি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন বাংলার মসনদের রাজা ছিলেন তার বাবা। আর তিনি নিজেকে মনে করেন মহারানী ভিক্টোরিয়া।সংলাপের ব্যাপারে সরকারের কেবল আন্তরিকতার অভাবই নয়, তারা রীতিমতো ট্রিক করছে। মিথ্যার আশ্রয় নিয়ে প্রতিনিয়ত চালাকি করছেন প্রধানমন্ত্রী।’

নেতাকর্মীদের ভয় দেখাতে সরকার বাড়িতে বাড়িতে গোপনে অস্ত্র রেখে সেই অস্ত্র মামলায় গ্রেফতারের জন্য ভিন্ন খেলায় মেতে উঠেছে বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর সরকার গুম, খুন অপহরণকে তাদের প্রশাসনিক কর্মকাণ্ডে পরিণত করেছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর