thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘আইনের শাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই’

২০১৬ মার্চ ১২ ২০:১৭:০৩
‘আইনের শাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই’

চবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘গণতন্ত্রের কোনো বিকল্পপথ তৈরি না হওয়ায় গণতান্ত্রিক পদ্ধতির চর্চাই করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে গণতান্ত্রিক চর্চার কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের মাঠে শনিবার লোকপ্রশাসন বিভাগের ৩৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘৪৫ বছর আগে আমরা সাড়ে সাত কোটি মানুষকে খাওয়াতে পরাতে পারতাম না। কিন্তু ৪৫ বছর পরে আমরা ষোল কোটি মানুষকে খাইয়ে পরিয়ে উদ্বৃত্ত নিয়ে কী করব। সেটা নিয়ে এখন হয় সমস্যা। এখন খাদ্যের অভাব নেই। দুই বেলারও খাদ্য আছে তিন বেলা, চার বেলারও খাদ্য আছে।’

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ‘এখন দেশের ৩০ শতাংশ ছেলেমেয়ে লেখাপড়া করে। এর মধ্যে ৩২ লাখ ছেলেমেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে। এক-তৃতীয়াংশ ছেলেমেয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে। এটাই তো আমার বাংলাদেশ।’

অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের সভাপতি সিরাজউদ দৌল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। পূর্তি উৎসব বক্তা হিসেবে বক্তব্য রাখেন চবি লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন— স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম ১৬ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/সা/মার্চ ১২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর