thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে খড়ের কারণে বাড়ছে দুর্ঘটনা

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৯:০৬:৫৪
পটুয়াখালী-কুয়াকাটা সড়কে খড়ের কারণে বাড়ছে দুর্ঘটনা

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক এখন কৃষকের উঠানে পরিণত হয়েছে। প্রতিদিন সড়কের উপর ধান, খড়সহ নানাকিছু শুকাতে দেওয়ার কারণে গাড়ি চালকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ঘটছে অহরহ সড়ক দুর্ঘটনা। কয়েকদিন ধরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ চিত্র দেখা যাচ্ছে।

ধানের মৌসুম এলেই পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন বসবাসকারী কৃষকরা ধান, খড়, ডাল, কাঠের গুঁড়িসহ নানা পণ্যদ্রব্য শুকাতে ব্যবহার করছে প্রধান সড়কটি। বিশেষ করে কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত ২৮ কিলোমিটার সড়কের উভয় পাশে হাজারও কৃষকের বসবাস। ওই সব কৃষকের উঠান কর্দমাক্ত থাকায় তারা আউশ ধান ও খড়, কাঠের গুঁড়িসহ নানা পণ্য শুকাতে ব্যবহার করছে সড়কটি। খড়ের উপর গাড়ি চালাতে গিয়ে স্লিপ কেটে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।

জানুয়ারি মাসে এ সড়কের নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা কালভার্ট সংলগ্ন এলাকায় একটি বাসকে সাইড দিতে গিয়ে স্লিপ কেটে দুর্ঘটনার শিকার হন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মিলন (২৫)। পরে মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সড়কে নিয়মিত চলাচলকারী অরজ অরবিট গাড়ির চালক মো. আলিম মিয়া বলেন, ‘ভেজা নাড়া-কুডার উপর দিয়ে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ রাখা যায় না। সে কারণে দুর্ঘটনায় পড়তে হয়। সড়কের অনেক জায়গায় চলাচলের অনুপযোগী হলেও তা চালক নির্ণয় করে অতিক্রম করে। কিন্তু সড়কে ধান কিংবা খড়কুটো থাকায় সড়কের খানাখন্দ নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় চালক অথবা যাত্রীদের।’ তিনিসহ সড়কে চলাচলকারী গাড়ির চালকরা দ্রুত সড়কের উপর এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান।

(দ্য রিপোর্ট/বিডি/এপি/এএস/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর