thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সুন্দরবনে অপহৃত ট্রলারসহ তিন জেলেকে উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৯:২৬:২৮
সুন্দরবনে অপহৃত ট্রলারসহ তিন জেলেকে উদ্ধার

খুলনা ব্যুরো : সুন্দরবনের গহীনে বনদস্যুদের হাতে অপহৃত ট্রলারসহ তিন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে বনের সুপতির কাতলারখাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হচ্ছেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আব্দুল মালেক (৩২), মো. আল-আমিন (২৭) ও মো. কালাম (২৬)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। অপহরণের ছয় ঘণ্টার মাথায় জলদস্যু নয়ন বাহিনীর কবল থেকে কোস্টগার্ড তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্টগার্ড পশ্চিম (মংলা) জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদার জানান, জলদস্যু নয়ন বাহিনীর সদস্যরা চাঁদা ও মুক্তিপণের দাবিতে সোমবার সকালে গহীন বন এলাকায় মাছ ধরার সময় জেলে বহরে হামলা চালায়। এ সময় ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করে বনের মধ্যে গোপন আস্তানায় আটকে রাখে দস্যুরা। এ খবর পেয়ে কোস্টগার্ড সিজি স্টেশন সুপতির একটি দল বনের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ দিন দুপুর সাড়ে ১২টায় কোস্টগার্ড সদস্যরা বনের কাতলারখাল এলাকায় হানা দিলে দস্যুরা গভীর অরণ্যে পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এটি/এপি/এএস/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর