thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

হঠাৎ করেই ৩০ ফুট গর্ত!

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ২০:২৯:১৮
হঠাৎ করেই ৩০ ফুট গর্ত!

দ্য রিপোর্ট ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজা খুলে দেখলেন গত রাতে পার্ক করা প্রাইভেট কারটি নেই। কি ভাববেন, কেউ হয়ত গাড়িটি না বলে বা চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, এমনটাই ভেবেছিলেন ১৯ বছর বয়সী জো স্মিথ। কিন্তু খুঁজতে গিয়ে দেখলেন অন্য ঘটনা। গাড়ি পার্ক করে রাখা স্থানটিতে ৩০ ফুট গভীর গর্ত!

একে তো এক রাতেই পাকা উঠানের ১৫ ফুট স্থান জুড়ে বিশাল গর্তের সৃষ্টি তার ওপর গাড়িটিও লাপাত্তা। কী করবেন বুঝে উঠতে না পেরে তাই পুলিশকে ফোন দিলেন যুক্তরাজ্যের বাকিংহাম শায়ারের ওই বাসিন্দা।

পুলিশ এসে গর্তে নেমে কাদামাটি সরিয়ে পেলেন স্মিথের ভক্সওয়াগেন লুপো কারটি। এরপর পুলিশ ওই স্থানটিতে ব্যারিকেড দিয়ে দেয়।

হঠাৎ করে মাটি এভাবে ডেবে যাওয়ার ব্যাপারে স্থানীয় এক ইতিহাসবিদ জানান, ১৮০০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত এখানকার অধিবাসীরা কাদামাটি খনন করে ইট ও কৃষি কাজের জন্য চক তৈরি করত। এর ফলে সকল জায়গা এখনও ঠিক মতো বসেনি। কোথাও কোথাও মাটির স্তরের মধ্যে ফাঁক রয়ে গেছে। এ জায়গাটিও মনে হয় তেমনি।

(দ্য রিপোর্ট/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর