thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

যোগাযোগমন্ত্রীর সমাবেশে ছাত্রলীগের হাতাহাতি

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ২১:০৯:৪৭
যোগাযোগমন্ত্রীর সমাবেশে ছাত্রলীগের হাতাহাতি

সিলেট অফিস : সিলেটে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সভায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১টায় নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রুহেল তরফদার ও আলী হোসেন হাতাহাতিতে জড়িয়ে পড়লে অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সত্যতা স্বীকার করে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র দ্য রিপোর্টকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি শেষ হয়েছে।

এদিকে ছাত্রলীগের এমন কর্মকাণ্ড দেখে ক্ষুব্ধ হয়ে যোগাযোগমন্ত্রী সভাস্থল ত্যাগ করতে চান। এ সময় সিলেটের সিনিয়র নেতাদের হস্তক্ষেপের পর পরিস্থিতি শান্ত হয়। মন্ত্রীও সভায় অংশ নেন।

এ সময় মন্ত্রী তাদের উদ্দেশে বলেন, যারা কোন্দল লাগায় তারা ঘরের শত্রু। সর্ষের মাঝে ভূত ঢুকে গেছে। সবাই এখন নেতা, কর্মী নেই। দলে নাম ব্যবহার করে অনেকেই চাঁদাবাজি, দখলদারী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। পকেট ভারী করে। কিন্তু এমনটা চলতে দেওয়া হবে না। এ সব কর্মকাণ্ডে জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে। শিগগিরই শুদ্ধি অভিযান চালানো হবে।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/সা/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর