thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পাল্টাপাল্টি কর্মসূচি, অস্ত্রসহ আটক ১

২০১৬ মার্চ ১৭ ১৪:১৪:৪৪
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পাল্টাপাল্টি কর্মসূচি, অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লাঠিসোঠাসহ একজনকে আটক করেছে।

বেলা ১১টার দিকে জন্মবার্ষিকীর শোভাযাত্রা শেষে পৌর টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সময় বাইরে অবস্থান করা চান্দের গাড়ি (জিপ গাড়ি) থেকে ২১টি দা, ১টি রাম-দা, শতাধিক কাঠের লাঠি উদ্ধার করা হয়। এ সময় মো. লিয়াকত আলী (৩৫) নামে একজনকে আটক করে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুউদ্দিন ভূইয়া দ্য রিপোর্টকে জানান, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের অনুসারীরা আলাদাভাবে র‌্যালি করে টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি চান্দের গাড়িতে তল্লাশি চালিয়ে ২১টি দা, ১টি রাম-দা, শতাধিক কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এ ছাড়াও গাড়ি থেকে জেলা আওয়ামী লীগ এবং জেলা প্রশাসনের নামে দুটি ব্যানার উদ্ধার করে পুলিশ। তবে জেলা আওয়ামী লীগের কোনো পক্ষই আটক দেশীয় অস্ত্রশস্ত্রের বিষয়ে দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভক্ত হয়ে পড়ে। সে থেকে দুই গ্রুপ একাধিকবার সংঘাতে জড়িয়ে পড়ে।

(দ্য রিপোর্ট/এমএস/এএসটি/এইচ/মার্চ ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর