thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সুনামগঞ্জে ট্রলারে আগুন, নিহত ৩

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ২১:৫২:৩৬
সুনামগঞ্জে ট্রলারে আগুন, নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরাঘাট-প্রতাপপুর এলাকায় সুরমা নদীতে একটি ট্রলারে আগুন লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তিন শিশু। এতে আহত হয়েছেন আরো ৪০ জন। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো.হারুন অর রশিদ জানান, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ইঞ্জিনচালিত নৌকাটি নারী, শিশুসহ শতাধিক যাত্রী নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশে রওয়ানা হয়। রাত ৯টার দিকে ওই এলাকায় পৌঁছলে হঠাৎ নৌকার রান্না করার চুলায় আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে পুড়ে এক নারীসহ তিন জন নিহত হয়। এ ঘটনায় নৌকায় থাকা যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠে আসতে সক্ষম হয়। তবে এ ঘটনায় আরও তিনজন শিশু নিখোঁজ রয়েছে বলেও পুলিশ সুপার জানান। তিনি আরও জানান, নিখোঁজ তিন শিশু ও নৌকাটি উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এনআই/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর