thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পোশাক শ্রমিককে ‘গণধর্ষণ’, আটক ৪

২০১৬ মার্চ ১৯ ১৫:৫৩:৫৮
চট্টগ্রামে পোশাক শ্রমিককে ‘গণধর্ষণ’, আটক ৪

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এক কিশোরী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চার যুববকে আটক করেছে পুলিশ।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ‘শুক্রবার রাত ৮টার দিকে কিশোরী শ্রমিককে বায়েজিদ বোস্তামি থানার চৌধুরীনগরের পাহাড়ি এলাকায় একা পেয়ে ধর্ষণ করে চার যুবক।

শুক্রবারে রাতে গণধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ চন্দ্রনগর এলাকা থেকে অভিযুক্ত চার ধর্ষককে আটক করে ‍পুলিশ।

আটককৃত চারজন হলো, মো. হাসান প্রকাশ জয় (২৫), মো. ওমর ফারুক (২৫), জোবায়ের হোসেন (২৩) ও মো. শরিফ উদ্দিন (২৩)।

ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নগরীর দুই নম্বর গেট এলাকায় একটি গার্মেন্টসে কর্মরত কিশোরীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে কর্মস্থলে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত করত পাঁচ যুবক। শুক্রবার এক বন্ধুর সঙ্গে বায়েজিদ বোস্তামি থানার চৌধুরীনগরের বেড়াতে যায় সে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরার পথে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তাদের পথরোধ করে দুবৃর্ত্তরা। এ সময় উলিখিত ৪ জন এবং তাদের বন্ধু মো. বেলাল (২৩) ও অজ্ঞাত পরিচয় দুই যুবক মিলে তাকে জোর করে পাশের পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/মার্চ ১৯,২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর