thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন

খালেদা জিয়ার সমর্থন পেলেন মহসিন-জসিম

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ০০:২৮:৪৭
খালেদা জিয়ার সমর্থন পেলেন মহসিন-জসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক পদে মসলে উদ্দিন জসিমকে সমর্থন দিয়েছে বিএনপি।

গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সোমবার রাতে আইনজীবীদের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় এ সমর্থন দেন তিনি।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

মসলে উদ্দিন জসিম দ্য রিপোর্টকে জানান, সভাপতি পদে অ্যাডভোকেট মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক পদে আমাকে (জসিম) সমর্থন দেন বিএনপি চেয়ারপারসন। প্যানেলের বাকিদের নাম আগামীকাল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা আইজীবী সমিতির নির্বাচন ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/সা/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর