thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১,  ৩ জমাদিউস সানি 1446

ইচ্ছে করলেই কারসাজি করা যাবে না: বিএসইসি

২০১৩ সেপ্টেম্বর ০৯ ২২:৩৮:৩৪ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ইচ্ছে করলেই কারসাজি করা যাবে না: বিএসইসি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ইচ্ছা করলেই শেয়ারবাজারে কারসাজি করা যাবে না। আবার বাজারকে ওঠাতে কিংবা নামাতেও পারবে না। কেননা বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বাজার পর্যবেক্ষণে শক্তিশালী সার্ভিলেন্স ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কেউ

ঢাকা, সেপ্টেম্বর ৯: ইচ্ছা করলেই শেয়ারবাজারে কারসাজি করা যাবে না। আবার বাজারকে ওঠাতে কিংবা নামাতেও পারবে না। কেননা বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বাজার পর্যবেক্ষণে শক্তিশালী সার্ভিলেন্স ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কেউ অনিয়ম করতে চাইলে তা সঙ্গে সঙ্গে সার্ভিলেন্স ব্যবস্থায় ধরা পড়বে। আজ সোমবার দুপুরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাকক্ষে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) সঙ্গে মতবিনিময়কালে কমিশনের পক্ষ থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, গত দুই বছরে কমিশন অনেক প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠমোতে সংস্কার এনেছে। বিএসইসি ইতোমধ্যে নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার সংযোজন করেছে। এর মাধ্যমে শেয়ারবাজারের অস্বাভাবিক লেনদেন তাৎক্ষনিকভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে। এসব পদক্ষেপ বাজারে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

সভায় বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার সময় বাজারে প্রধান সমস্যা ছিলো আস্থা সংকট। সে সংকটের অন্যতম দু’টি কারণ হলো- প্রয়োজনীয় আইনের অভাব এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় বেশ কিছু আইন প্রণয়ন করেছি। পাশাপাশি বিদ্যমান আইনের সংস্কার ও প্রয়োগ নিশ্চিত করেছি। যা বাজারে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে বলে আমি মনে করি।’

এ সময় বিএসইসি’র কমিশনার হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘কেউ চাইলেই পুঁজিবাজারকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করত পারবে না। চাইলেই কেউ বাজার ওঠাতে নামাতে পারবে না। কেননা বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন প্রয়োজনীয় অনেক পদক্ষেপ নিয়েছে। আর বাজার এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে যে ইচ্ছা করলেই এটা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘বিএসইসি’র লোকবল সংকট দূর করতে অরগানোগ্রাম পুনর্গঠন করা হয়েছে। এটা কমিশনের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। কমিশনে তথ্য প্রবাহ নিশ্চিত করতে একটি জনসংযোগ বিভাগ ও একটি আলাদা কমিশন সচিবালয় গঠন করার চিন্তাও রয়েছে কমিশনের।’

কমিশনার আরিফ খান বলেন, ‘তথ্য বিভ্রান্তি দূর করতে এবং কমিশনের সার্বিক কার্যক্রম মিডিয়াকে অবহিত করতে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে গনমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা আযোজনের আশ্বাস দেন তিনি।

সভায় সিএমজেএফের পক্ষ থেকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, কমিশনের সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখা প্রদান, সময় মতো মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশের ওপর গুরুত্ব দেয়ার দাবি জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজনে কমিশনের সহযোগিতা চাওয়া হয়।

সভায় বিএসইসি’র কমিশনার আমজাদ হোসেন, নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সিএমজেএফ সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক সারওয়ার এ চৌধুরীসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর