thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

গাজীপুরে গ্যাসমিস্ত্রি খুন

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১০:২৩:২৫
গাজীপুরে গ্যাসমিস্ত্রি খুন

গাজীপুর সংবাদদাতা : জেলার দীঘিরচালা এলাকায় ইদ্রিস আলী নামে এক গ্যাসমিস্ত্রিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃতদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ইদ্রিস আলী দীঘিরচালা এলাকার রফিজ উদ্দিনের ছেলে। তার ইলা ও ইশা নামে দুটি মেয়ে রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে জানান, মহানগরীর দীঘিরচালা এলাকার গ্যাসমিস্ত্রি ইদ্রিস সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মঙ্গলবার সকালে একই এলাকার সিটি মডেল স্কুলের পেছনের একটি গলিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজনদের দাবি, পূর্ব বিরোধের জের ধরে ইদ্রিসকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/জেএম/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর