thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মুক্তি পেয়েছেন মওদুদ, রফিকুল ও খন্দকার মাহবুব

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১২:০২:৩৫ ২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১২:৪৫:০০
মুক্তি পেয়েছেন মওদুদ, রফিকুল ও খন্দকার মাহবুব

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও বিএনপির চেয়ারপারসের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মুক্তি পেয়েছেন।

ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া ও খন্দকার মাহবুব হোসেন কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় মুক্তি পান।

অন্যদিকে, ব্যারিস্টার মওদুদ আহমদ দুপুর সাড়ে ১২টায় ‍মুক্তি পান।

মুক্তির অপেক্ষায় থাকা অন্যান্য নেতারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

এ আগে ছয়জনের পক্ষে পৃথক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তাদের ভিন্ন ভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে জামিন দেন।

আবেদন করা মামলায় জামিন পাওয়ার কারণে তাদের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। ফলে এ শীর্ষ ছয় নেতার মুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

গত ৮ নভেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে রাজধানীর হোটেল সোনারগাঁও এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ ছাড়া ৩০ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব থেকে হাফিজ উদ্দিনকে ও ৭ জানুয়ারি খন্দকার মাহবুব হোসেনকে এবং একই দিনে বারিধারা থেকে মিলনকে গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/জেএম/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর