thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

উপজেলা নির্বাচনে প্রচার শুরু

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১২:২১:১৯
উপজেলা নির্বাচনে প্রচার শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচনে ৪০ জেলার ৯৮ উপজেলায় মঙ্গলবার থেকেই প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।

রিটার্নিং অফিসাররা বিভিন্ন উপজেলায় প্রতীক বরাদ্দ করছেন।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ১৯ ফেব্রুয়ারি ৪০টি জেলার ৯৮টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা-ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোটগ্রহণ হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য একজন করে মোট ৯৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ ফেব্রুয়ারি থেকে ভোটগ্রহণের পরের দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মোবাইল টিমের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

বাকি ২৯৪ ম্যাজিস্ট্রেট প্রতিটি নির্বাচনী এলাকার জন্য তিনজন করে ভোটের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং তার পরের দিন অর্থাৎ ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের জন্য নিয়োজিত থাকবেন।

(দ্য রিপোর্ট/এমএস/ইইউ/জেএম/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর