thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আরগন ডেনিমস

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১২:৩২:৫২
রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আরগন ডেনিমস

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাইট শেয়ারের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের আরগন ডেনিমসের পরিচালনা পর্ষদ। এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার ছাড়বে। ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ১২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ টাকা।

এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ১৫ এপ্রিল বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ইজিএমের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২৭ মার্চ।

করপোরেট ঘোষণার কারণে আজ এ কোম্পানির শেয়ার দরে কোনো মূল্যসীমা থাকবে না।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর