thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

অর্থনীতি প্রতিদিনের নির্বাহী সম্পাদক অবরুদ্ধ

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১২:৪২:১৪
অর্থনীতি প্রতিদিনের নির্বাহী সম্পাদক অবরুদ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বন্ধ হয়ে গেছে দৈনিক অর্থনীতি প্রতিদিন। পত্রিকাটির সংবাদকর্মীরা তাদের বকেয়া পাওনা আদায়ের জন্য পত্রিকাটির নির্বাহী সম্পাদক ফজলুল বারীকে সোমবার সন্ধ্যা থেকে অবরুদ্ধ করে রেখেছেন।

মঙ্গলবার বিকেল ৩টায় বকেয়া পাওনা আদায়ের জন্য সমাবেশ অনুষ্ঠিত হবে। পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ব্যাপক প্রচারের মাধ্যমে অর্থনীতি বিষয়ক নানা খবর নিয়ে বাজারে আসে ‘অর্থনীতি প্রতিদিন’। কিন্তু চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিজ্ঞাপন বাবদ আয় প্রায় শূন্য থাকায় মালিকপক্ষ দীর্ঘদিন ধরেই নাখোশ ছিল। এরই ধারাবাহিকতায় পত্রিকাটির কর্মীদের তিন মাস ধরে বেতন বন্ধ রয়েছে। সর্বশেষ রবিবার মধ্য রাতে পত্রিকাটির কম্পিউটার, ট্রেসিং পেপার ও অন্যান্য জিনিস নিয়ে যায় মালিকপক্ষ। একই সঙ্গে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এ বিষয়ে দৈনিকটির বার্তা সম্পাদক হুমায়ূন সাদিক চৌধুরী দ্য রিপোর্টকে বলেন, ‘পত্রিকা বন্ধ হয়ে গেছে এ বিষয়টি ঠিক।’

দৈনিকটিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিনা নোটিশে রাতের আঁধারে পত্রিকা বন্ধ করার ইতিহাস বাংলাদেশে নজিরবিহীন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। মালিকপক্ষের এই সিদ্ধান্তে আমরা সকলেই বিপদে পড়েছি।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর