thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৩:১৫:২৩
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হয়েছেন।

মিরপুর থানার উপ-পরিদর্শক এনামুল হক সোমবার রাত ৩টায় মিরপুর থানার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনের রাস্তা থেকে মমতাজ বেগমের (৪২) মৃতদেহ উদ্ধার করেন। এরপর মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের স্বামী মো. সেলিম দ্য রিপোর্টকে জানান, দারুসসালাম ২০/এ নং বাসায় থাকেন তারা। তাদের দুটি মেয়ে রয়েছে। দুপুরে বড় মেয়ে সুমিকে নিয়ে ছোট মেয়ের বাসা পল্লবীতে যায়। পল্লবী থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মমতাজ বেগমের মৃত্যু হয়। সুমিকে গুরুতর আহতাবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, তেজগাঁও থানা পুলিশ উড়োজাহাজ ক্রসিংয়ের সামনের রাস্তা থেকে মঙ্গলবার ভোর ৬টায় অজ্ঞাতপরিচয়এক যুবকের (২৮) মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তেজগাঁও থানার উপ-পরির্দশক রেহানউদ্দিন জানান, বালুভর্তি ট্রাকের চাপায় ওই যুবকের মৃত্যু হয়। এ সময় তার পরনে ছিল লাল চেক ফুলহাতা শার্ট ও নীল রংয়ের চেক লুঙ্গি।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর