thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

এএফসি এগ্রোর লিস্টিং অনুমোদন

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৩:২২:০৩
এএফসি এগ্রোর লিস্টিং অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের তালিকাভুক্তি অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। ডিএসই সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার লক্ষ্যে ১১ জানুয়ারি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারি করে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

গত ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিও আবেদন সংগ্রহ করা হয়। প্রবাসীদের জন্য এ সুযোগ ছিল ২১ ডিসেম্বর পর্যন্ত।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ছেড়েছে। মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করেছে।

চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্ধ বার্ষিক আর্থিক বিবরণী অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.০১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১১.১০ টাকা।

এএফসি এগ্রোর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। নিরীক্ষকের দায়িত্ব পালন করছে খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর