thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিএনপির সাংগঠনিক সফর স্থগিত

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৪:১৭:১৩
বিএনপির সাংগঠনিক সফর স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংগঠনিক সফর স্থগিত করেছে বিএনপি। ৫ জানুয়ারি সরকারের একতরফা নির্বাচনের পর দলের ভেঙে পড়া সাংগঠনিক কাঠামো পুনরুদ্ধারে সারাদেশে সাংগঠনিক সফর করার ঘোষণা দেয় দলটি।

দলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সফর স্থগিতের বিষয়টি মঙ্গলবার দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

সারাদেশে বিএনপির মোট সাংগঠনিক জেলা ৭৫টি। এ সব জেলায় দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে কমিটি গঠন করেছিল দলটি। ২ ফেব্রুয়ারি থেকে কমিটিগুলোর সাংগঠনিক সফর শুরুর কথা ছিল।

দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়ে এ সব কমিটি গঠন করা হয়েছিল।

এই সফরের মাধ্যমে দলের ভেঙে পড়া সাংগঠনিক কাঠামো পুনরুদ্ধার করে দলকে শক্তিশালী করা, নেতাকর্মীদের নতুন করে আন্দোলনমুখী করার পাশাপাশি আসন্ন উপজেলা নির্বাচনে একক প্রার্থী নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছিল এই সফর থেকে।

(দ্য রিপোর্ট/টিএস/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর