thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

ফখরুলের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৫:১১:৪৫
ফখরুলের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) মঙ্গলবার আমলে নিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা থানায় মামলাটি দায়ের করা হয়। এটি দায়ের করেন সংশ্লিষ্ট থানার এসআই রুহুল আমিন।

ওই মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ৩০ জনকে আসামি করা হয়।

অপরদিকে, কদমতলী থানার অপর একটি মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেওয়া হবে কিনা- এ বিষয়ে আদালত ১৮ মার্চ আদেশের দিন ধার্য করেছেন।

(দ্য রিপোর্ট/জে/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর