thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

২০১৩ সালে এক কোটি ৬৬ লাখ নতুন মোবাইল গ্রাহক

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৫:৩৬:৪৭
২০১৩ সালে এক কোটি ৬৬ লাখ নতুন মোবাইল গ্রাহক

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩ সালে বাংলাদেশের বিভিন্ন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন এক কোটি ৬৬ লাখ নতুন গ্রাহক। এ নিয়ে বর্তমানে বাংলাদেশের ছয়টি মোবাইল সেবা প্রতিষ্ঠানের গ্রাহক ১১ কোটি ৩৭ লাখ।

বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সোমবার এক পরিসংখ্যানে এ তথ্য জানায়।

গত বছরের নভেম্বরে দেশের মোট মোবাইল ফোন গ্রাহক ছিল ১১ কোটি ২৭ লাখ। অর্থাৎ শুধু ডিসেম্বর মাসেই বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে ১০ লাখ ৪২ হাজার।

বাংলাদেশের বৃহত্তম মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭১ লাখ, রবির মোট গ্রাহক সংখ্যা ২ কোটি ৫৩ লাখ, বাংলালিংকের মোট গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৮ লাখ, রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকে মোট গ্রাহক ২৮ লাখ ২২ হাজার, এয়ারটেলে মোট গ্রাহক সংখ্যা ৮২ লাখ ৬৯ হাজার ও সিটিসেলের মোট গ্রাহক সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার।

সিম কার্ডের ওপর কর হ্রাস, মূ্ল্য সংযোজন কর আরোপ, থ্রিজি সেবা চালু ও হ্যান্ডসেটের দাম কমায় গত বছর ব্যাপকহারে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র: সিনহুয়া।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর