thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রমেকে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৬:০৮:২৩
রমেকে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি

রংপুর সংবাদদাতা : রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক) বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মচারীরা।

চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল হক রুমেলের ওপর হামলাকারীদের মঙ্গলবার রাতের মধ্যে গ্রেফতার করা না হলে সকাল থেকে কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়েছে।

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কর্মচারীরা গত কয়েকদিন ধরেই কলেজে কর্মবিরতিসহ মিছিল, সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করে আসছে।

তাদের অভিযোগ, ঘটনার ছয়দিন পার হলেও পুলিশ হামলাকারীদের গ্রেফতার করেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের কিছুই করছে না। উল্টো মামলা তুলে নিতে আসামিরা রুমেলকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল হক রুমেল বলেন, ‘মেডিকেলের পূর্ব গেট এলাকায় সন্ত্রাসী ম্যাক্স ও তার সহযোগীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। কলেজের ছাত্রছাত্রী, চিকিৎসক, নার্সসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী তার কাছে জিন্মি হয়ে পড়েছে।’

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি রমেক হাসপাতাল চত্বরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে রুমেলকে গুরুতর আহত করে।

(দ্য রিপোর্ট/আরআইআর/এফএস/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর