thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

পেনিনসুলা চিটাগাং লিমিটেডের আইপিও অনুমোদন

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৬:৪৭:৩০
পেনিনসুলা চিটাগাং লিমিটেডের আইপিও অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড। ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্দেশক মূল্যে মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৭তম নিয়মিত কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কমিশনের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পেনিনসুলা চিটাগাং আইপিও’র মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৬৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে বিদ্যমান হোটেল সংস্কার ও চট্টগ্রাম এয়ারপোর্টের সন্নিকটে আরও একটি নতুন হোটেল নির্মাণসহ ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পেনিনসুলা চিটাগাংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩০ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২.৭৩ টাকায়।

উল্লেখ্য, পেনিনসুলা চিটাগাংয়ের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর