thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

শেয়ার দর নির্ধারণের অনুমোদন পেল ইউনাইটেড পাওয়ার

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৭:০২:৩৪
শেয়ার দর নির্ধারণের অনুমোদন পেল ইউনাইটেড পাওয়ার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার দর নির্ধারণের অনুমোদন পেয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) ৫০৭তম কমিশন সভায় এ কোম্পানির ৩ কোটি ৩০ লাখ শেয়ার বিডিং (দর নির্ধারণ) এর অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশনের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউনাইটেড পাওয়ারের ২০১২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.২১ টাকা।

এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লি. ও রেজিস্ট্রার টু দ্য ইস্যু আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

উত্তোলিত অর্থ দিয়ে ঋণ পরিশোধ, চলতি মূলধনের সংস্থান ও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ব্যয় নির্বাহ করবে ইউনাইটেড পাওয়ার জেনারেশন।

উল্লেখ্য, ৬ প্রকারের ২৮টি যোগ্য প্রতিষ্ঠানের দর প্রস্তাবের মাধ্যমে ৫০ টাকা প্রিমিয়াসহ এ শেয়ারের নির্দেশক মূল্য ৬০ টাকা সমর্থিত হয়েছে। বিডিংয়ের পর নির্দেশক মূল্য নির্ধারণপূর্ক প্রসপেক্টাস অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর