thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ২৯ হাজার’

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৭:৩৫:১৫
‘আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ২৯ হাজার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে মোট ২৯ হাজার পাঁচশ জন আর্সেনিক আক্রান্ত রোগী রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে বাংলাদেশ আর্সেনিক মিটিগেশন ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জরিপ অনুযায়ী বাংলাদেশের মোট ৫৩ জেলার ১৯০ উপজেলায় ২৯ হাজার পাঁচশ আর্সেনিক আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।’

রাঙ্গা বলেন, ‘আর্সেনিকের দূষণ রোধকল্পে গভীর নলকূপ, পিএসএফ পাতকুয়া, বৃষ্টির পানি সংরক্ষণাগার ইত্যাদি নির্মিত হচ্ছে। বাংলাদেশ সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় আর্সেনিক আক্রান্ত এলাকায় ইতোমধ্যে ৩০ হাজার নিরাপদ পানির উৎস নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে ৮০ থেকে শতভাগ আর্সেনিক আক্রান্ত গ্রামে ন্যূনতম এক থেকে দুটি নিরাপদ পানির উৎস স্থাপন করা হয়েছে।’

স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের উত্তরে রাঙ্গা বলেন, ‘বর্তমানে ঢাকার উভয় সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকায় মশার প্রকোপ সহনীয় পর্যায়ে রয়েছে।’

একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদকে জানান, ঢাকা ওয়াসা বর্তমানে রাজধানীবাসীর মোট চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পানি উৎপাদন করছে। রাজধানীতে দৈনিক ২২৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২৪২ কোটি লিটার পানি উৎপাদন করছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা ওয়াসা ৪টি শোধনাগারের উৎপাদিত পানির শতকরা ৭৮ ভাগ ভূ-গর্ভস্থ উৎস থেকে এবং বাকি ২২ ভাগ ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহ করে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ওয়াসার গ্রাহকদের রিজার্ভ ট্যাংক নিয়মিত পরিষ্কার না করায় ময়লা জমে কখনো কখনো পানি দূষণের সম্ভবনা থাকে। এ ছাড়া পুরনো লাইনে ছিদ্র থাকলে বা পানির অবৈধ সংযোগ নেওয়া হলে সরবরাহ লাইনে ছিদ্র তৈরি হওয়ায় সরবরাহ করা পানিতে দূষণ ঘটতে পারে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর