thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

জামায়াত প্রশ্নে খালেদা জিয়া

‘বিএনপি কারও ডিকটেশনে চলে না’

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৮:১১:১৫
‘বিএনপি কারও ডিকটেশনে চলে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বলেছেন, ‘আমাদের রাজনীতি আমরা করি। কারও ডিকটেশনে বিএনপি চলে না।’

রাজধানীর ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘জামায়াত জোট থেকে বাদ দিলে সরকার বিএনপির সঙ্গে আলোচনায় বসবে’ সরকারপক্ষের এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে খালেদা জিয়া বলেন, ‘আমাদের রাজনীতি আমরা করি। কার সঙ্গে জোট করব, না করব তা আমরাই ঠিক করব। তারা বলার কে? তাদের সঙ্গেও তো (জামায়াত) ওরা ছিল। তখন তো আমরা কিছু বলিনি। এখন তাদের কথায় আমরা দল চালাব নাকি?

আন্দোলন কর্মসূচি শিগগিরই দেবেন কি না- এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘কর্মসূচি চলছে। আমরা গুছিয়ে নিয়ে শিগগিরই নতুন কর্মসূচি দেব।’

তিনি এ সময় সরকারকে বেশি সময় না দেওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা অনির্দিষ্টকালের জন্য সংলাপ-সমঝোতার জন্য আহ্বান জানিয়ে বসে থাকব না।’

মার্চ ফর ডেমোক্রেসিতে দলের সিনিয়র নেতাদের দেখা যায়নি কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে দিন আপনারাই দেখেছেন, সরকার সারাদেশ অবরুদ্ধ করে রেখেছিল। নেতাকর্মীরা সবাই সমাবেশস্থলের কাছাকাছি থাকলেও পুলিশের জন্য নামতে পারেনি। এমনকি আপনারা এটাও দেখেছেন যে, আমাকে কীভাবে অবরুদ্ধ করে রেখেছিল। সেদিন যদি পুলিশ বাধা না দিত তা হলে জনগণের জনস্রোত বয়ে যেত।’

‘বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে যাবে না’- এমন ঘোষণা দিলেও আসন্ন উপজেলা নির্বাচনে দলের নেতারা অংশ নিচ্ছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘উপজেলা নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়। স্থানীয় নির্বাচন। যে কেউ এতে প্রার্থী হতে পারেন।’

তিনি বলেন, ‘আমরা বলেছি জাতীয় নির্বাচনের কথা। যে নির্বাচনে সরকার পরিবর্তন হয়, সেই নির্বাচনে যাব না। কিন্তু উপজেলা নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে।’

‘৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির ভুল ছিল কি না’- এই প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমরা নির্বাচনে যাইনি এটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা ভুল করিনি। ভুল করেছে সরকার।’

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর