thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দাকোপে বাঘের হামলায় নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৮:২৮:২৮
দাকোপে বাঘের হামলায় নিহত ১

খুলনা ব্যুরো : খুলনার দাকোপে বাঘের হামলায় এক জেলে মারা গেছেন। নিহত জেলে আব্দুল হালিম শেখের (৪৫) লাশ নিয়ে মঙ্গলবার সকালে তার সঙ্গীরা দাকোপে পৌঁছান। হালিম দাকোপ উপজেলার পানখালী গ্রামের মৃত হাবিবুর শেখের পুত্র।

স্থানীয় সূত্রেজানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সুন্দরবনের বালুঝাকি এলাকার খালে মাছ ধরছিলেন হালিমসহ তার সঙ্গীরা। এ সময় পেছন থেকে এসে একটি বাঘ হালিমের ওপর হামলে পড়ে। এ অবস্থায় তার সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করে হালিমকে মারাত্মক আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে তারা ট্রলারযোগে দাকোপের উদ্দেশে রওনা হন। কিন্তু পথিমধ্যে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা মঙ্গলবার সকালে হালিমকে নিয়ে দাকোপ উপজেলা হাসপাতালে পৌছায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করেন। নিহতের গলা ও শরীরের একাধিক স্থানে বাঘের আক্রমণেরক্ষত চিহ্ন রয়েছে।

দ্য রিপোর্ট/এটি/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর