thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নাইজেরিয়ায় বিয়ের গাড়িবহরে বন্দুকধারীর হামলায় নিহত ৩০

২০১৩ নভেম্বর ০৪ ১০:২১:৩৯
নাইজেরিয়ায় বিয়ের গাড়িবহরে বন্দুকধারীর হামলায় নিহত ৩০

দিরিপোর্ট২৪ ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি বিয়ের গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

বোরনো প্রদেশের বামা ও বানকি যাওয়ার রাস্তার মাঝামাঝি এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বরও রয়েছেন বলে জানা গেছে।

নিহতদের অনেকেই শরীরের গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী আরো জানান, নিহতের প্রত্যেকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।

তবে, কনে ও তার পরিবারের সদস্যদের ভাগ্যে কি ঘটছে তা জানা যায়নি।

চলতি বছরের মে মাসে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি করার পরও ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বোকো হারাম সেখানে প্রায়ই হামলা চালায়।

বোকো হারামের সদস্যদের দমনে সেখানে হাজার হাজার সৈন্য মোতায়েনের পরও বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রয়েছে। বোকো হারাম ২০০৯ সাল থেকেই নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। সূত্র: বিবিসি

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর