thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাজনৈতিক অস্থিরতা বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলেছে : মতিয়া

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৮:৩৮:১৮
রাজনৈতিক অস্থিরতা বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলেছে : মতিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ ও সহিংসতা দেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে মারাত্মক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেন, ‘এতে বৈদেশিক ও স্থানীয় উভয় ধরনের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়।’

জাতীয় সংসদে মঙ্গলবার লিখিত প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ কথা বলেন।

মতিয়া চৌধুরী জানান, গত দুই বছরে দেশের রাজনৈতিক অস্থিরতায় বিদেশি বিনিয়োগ কমেছে। তবে এ কমার হার পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন নয়।

তিনি আরও জানান, বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী শুধু ২০১৩ সালের ডিসেম্বরে শতভাগ বিদেশি ও যৌথ উদ্যোগে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ ৩৩৮ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকা, যা ২০১২ সালের ডিসেম্বরে ছিল ১২৩ কোটি ২ লাখ ৩৯ হাজার টাকা। একই সময় ২০১১ সালে ছিল ৯ হাজার ৪৩৫ কোটি ৮৫ লাখ ২০ টাকা। এ ছাড়া ২০১০ সালের ডিসেম্বরে ছিল ২৯৩ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকা। ২০০৯ সালের ডিসেম্বরে ছিল ৭৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার টাকা।

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর