thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

‘অসহায়ত্ব থেকে মু্ক্তি পেতে এই সংবাদ সম্মেলন’

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৯:৫৩:২৬
‘অসহায়ত্ব থেকে মু্ক্তি পেতে এই সংবাদ সম্মেলন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি সরকার পতন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে নেতাকর্মীরা যে অসহায় অবস্থায় রয়েছে সেই অসহায়ত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য খালেদা জিয়ার এই সংবাদ সম্মেলন। তার বক্তৃতার মাধ্যমেই অসহায়ত্ব ও জনবিচ্ছিন্নতার কথা প্রকাশ পেয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরবর্তী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।

‘খালেদা জিয়া তার বক্তৃতায় কিছু অসত্য মনগড়া তথ্য তুলে ধরেছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘ঠিক যেমনি করে তারা গত ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশের পর অনেক হত্যা-গুমের তথ্য উপস্থাপন করেছিলেন, ঠিক একই কায়দায় আজকেও অনেক মনগড়া তথ্য তুলে ধরেছেন।’

সাবেক এই বনমন্ত্রী আরও বলেন, ‘প্রকৃতপক্ষে গত এক বছর অর্থাৎ ২০১৩ সাল থেকে নির্বাচনের আগে ও পরে মানুষকে অবরুদ্ধ করে, মানুষের উপর ককটেল, পেট্রোল বোমা নিক্ষেপ, সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন করেছেন সেগুলো আড়াল করার জন্য কিছু মনগড়া তথ্য দিয়েছেন তিনি।’

‘তিনি যে একেক সময় একেক তথ্য দিচ্ছেন তা তার বক্তৃতায় একেক সময় একেক সংখ্যা দেওয়ার মাধ্যমেই পরিষ্কার হয়েছে’ বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তিনি সরকারকে অবৈধ বলছেন আবার সরকারের সঙ্গে আলোচনার কথাও বলছেন, তিনি যতক্ষণ পর্যন্ত সরকারকে অবৈধ বলবেন, যতক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করবেন না, জঙ্গীগোষ্ঠীর সঙ্গ ত্যাগ করবেন না এবং হত্যা, পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল নিক্ষেপের রাজনীতি বন্ধ করবেন না ততক্ষণ পর্যন্ত আলোচনা হবে না।’

‘হত্যাও বন্ধ করবেন না আবার আলোচনাও চাইবেন- দুটিতো একসঙ্গে হতে পারে না।’ মন্তব্য করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে পরিষ্কার করতে হবে, তিনি আসলে কি চান? তিনি কি সংঘাতের রাজনীতি অব্যাহত রাখতে চান, নাকি নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে চান?’

খালেদা জিয়ার ‘আবারও গুছিয়ে নিয়ে পুনরায় আন্দোলন শুরু করার ঘোষণা’র জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা অতীতে দেখেছি তারা একেক সময় একেক ঘোষণা দিয়েছেন, শীতের পরে আন্দোলন, রমজানের ঈদের পরে আন্দোলন, কোরবানি ঈদের পরে আন্দোলন- এভাবে ঘোষণা দিয়ে বিএনপি জনগণ ও নেতাকর্মীদের বিভ্রান্ত করেছেন।’

(দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর