thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২০:১৬:৫৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার পেঙ্গিরান হাজি আব্দুল হারিস বিন পেঙ্গিরান হাজি সাবুদিন মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দুইদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয়ই পারস্পরিক বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাক্ষাতে বাণিজ্য,শিক্ষা এবং ব্রুনাই এ বাংলাদেশী কর্মী নিয়োগের ব্যাপারে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের হাইকমিশনারকে বাংলাদেশেস্বাগত জানিয়ে তার কার্যকালে বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

এ ছাড়াওপররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের সুলতানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে পাঠানো অভিনন্দন পত্রের জন্য ধন্যবাদ জানান।

(দ্য রিপোর্ট/জেআইএল/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর