thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শিবিরের বিক্ষোভ বুধবার

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২০:২৫:৪৭
শিবিরের বিক্ষোভ বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রতিটি জেলা ও মহানগরে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রশিবির। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে শিবির।

এক যৌথ বিবৃতিতে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে শিবির সভাপতি ও সেক্রেটারি জেনারেল বলেন, ‘মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সারাদেশের মানুষ বিস্মিত ও ক্ষুব্ধ। অস্ত্র চোরাচালানের ঘটনায় মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছে সে ঘটনায় মাওলানা নিজামী ও তৎকালীন শিল্প মন্ত্রণালয়ের কোনো দূরতম যোগসাজশ ছিল না। পূর্বের চার্জশিটে মাওলানা নিজামীর নামও ছিল না। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যেই সম্পূরক চার্জশিটের মাধ্যমে তার নাম রাষ্ট্রপক্ষ অন্তর্ভুক্ত করেছে। মূলত জামায়াত ও বাংলাদেশের ইসলামী আন্দোলনকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যেই সরকার নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।’

তারা আরও বলেন, ‘ছাত্রশিবির শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি পালনে বিশ্বাসী। আশা করি ছাত্রসমাজের গণতান্ত্রিক এ কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা না দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করে দেবে। শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালনে আমরা সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

(দ্য রিপোর্ট/কেএ/এফএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর