thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জাফলংয়ের পিয়াইন নদীতে টাস্কফোর্সের অভিযান

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২১:০৬:২৮
জাফলংয়ের পিয়াইন নদীতে টাস্কফোর্সের অভিযান

সিলেট অফিস : সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের জাফলংয়ের পিয়াইন নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়েছে। এ সময় দু’টি বোমা মেশিন (যন্ত্র দানব) ধ্বংস ও দু’টি পাথর উত্তোলনের গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানকালে স্থানীয় মন্দিরে জুম সংলগ্ন দু’টি পাথর উত্তোলনের গর্ত বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জামাদি ধ্বংস করা হয়। পরবর্তী সময়ে পিয়াইন নদীর কান্দুবস্তি এলাকায় অভিযান চালিয়ে দু’টি বোমা মেশিন বিনষ্ট করা হয়।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম দ্য রিপোর্টকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমজসি/এফএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর