thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২১:২৩:৫৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় আহত জাহাঙ্গীর হোসেন (২৭) মঙ্গলবার বিকেলে মারা করেছেন।

নিহতের বড় ভাই আলমগীর হোসেন জানান, রেডিসন হোটেলের পাশে মঙ্গলবার বিকেল ৩টায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আহত হয়। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আনা হলে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর হোসেন রামপুরা আল মুসলিম গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন। রামপুরা ওয়াবদা রোডের বাসায় থাকতেন তিনি। তার বাবার নাম নজরুল ইসলাম ও গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুরে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর