thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

অর্থমন্ত্রণালয়ে ৬ প্রস্তাব

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২১:২৭:২৪
অর্থমন্ত্রণালয়ে ৬ প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের আর্থিক ব্যবস্থাপনার স্বার্থে অর্থমন্ত্রণালয়ে ছয়টি প্রস্তাব পেশ করেছে ‘বিসিএস : অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এসোসিয়েশন’। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনে সক্ষম না হওয়ায় এ প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- জরুরি ভিত্তিতে ২০০২ সালে করা ৩৭টি ক্যাডার পদ স্থায়ীকরণ, অষ্টম থেকে ২০তম ব্যাচের কর্মকর্তাগণের পদের সংখ্যা বৃদ্ধিকরণ, সিএজিতে জনবল ও কাঠামো বৃদ্ধির অনুমোদন এবং তা বাস্তবায়ন, বিভিন্ন স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে বিসিএস ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রেষণ প্রদান, সিএজি থেকে প্রস্তাবিত অডিট অ্যাক্ট বাস্তবায়ন এবং নিরীক্ষা ও হিসাব বিভাগে নিযুক্ত কর্মকর্তাদের উৎসাহিত করতে আর্থিক প্রণোদনা প্রদান।

বিসিএস : অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী বরাবর মঙ্গলবার এ প্রস্তাব পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/আরএ/এমএআর/ফেব্রুয়ারি ০৪,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর