thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

মাইক্রোসফটের নতুন সিইও নাদেলা

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ২২:৩৪:০৩
মাইক্রোসফটের নতুন সিইও নাদেলা

দ্য রিপোর্ট ডেস্ক : প্রযুক্তিবিষয়ক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটের ৩৯ বছরের ইতিহাসে তৃতীয়বারের মতো সিইও নিয়োগ দেওয়া হলো। ভারতীয় বংশোদ্ভুত সত্য নাদেলাকে (৪৬) স্টিভ বালমারের স্থলাভিষিক্ত করা হয়েছে।

কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও প্রথম সিইও বিল গেটস এ পদ থেকে অবসর নিলে স্টিভকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত বছরের আগস্টে স্টিভ অবসর নেওয়ার ঘোষণা দিলে নাদেলাকে ওই পদে নিয়োগ দিল কর্তৃপক্ষ।

এ ছাড়া কোম্পানিটি মঙ্গলবার আরও জানায়, ডিরেক্টর থম্পসনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হবে। কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান বিল গেটস প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তবে যথারীতি বোর্ডে থাকবেন তিনি।

ভেজিটারিয়ান নাদেলা ২২ বছর ধরে মাইক্রোসফটে চাকরি করছেন। ১৯৯২ সালে তিনি কম্পিউটার বিজ্ঞান, ইলেক্ট্রোনিক্স ও ব্যাবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেন।

(দ্য রিপোর্ট/এসকে/জামান/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর