thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

ঢাকা আর্ট সামিট শুরু ৭ ফেব্রুয়ারি

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ০০:২১:৩৫
ঢাকা আর্ট সামিট শুরু ৭ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট। আগামী ৯ ফেব্রুয়ারি শেষ হবে তিন দিনের এ প্রদর্শনী।

চিত্রশালার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলার গ্যালারিতে উপস্থাপিত হবে সামিটের শিল্পসম্ভার।

বৈচিত্র্যময় এই শিল্পকর্মের প্রদর্শনীতে থাকবে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় অঞ্চলের ২৫০ জনেরও বেশি শিল্পীর শিল্পকর্ম। পাশাপাশি থাকবে শিল্পকলা বিষয়ক সেমিনারসহ নানা আয়োজন।

৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধান অতিথি শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ সব জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা আর্ট সামিটের পরিচালক নাদিয়া সামদানি, শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন, এয়ারটেলের প্রধান পরিচালনা কর্মকর্তা রাজনিশ কওল ও গোল্ডেন হার্ভেস্টের প্রধান পরিচালনা কর্মকর্তা মহিউস সামাদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উৎসবে ১৪ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বাংলাদেশ সম্পর্কিত তাদের শিল্পসম্ভার তুলে ধরবেন। এ শিল্পীরা হলেনদা আব্দুল, রানা বেগম, রাথিন বর্মণ, শিল্পা গুপ্ত, রুনা ইসলাম, জিতীশ কাল্লাত, তৈয়েবা বেগম লিপি, নাইম মোহায়মেন, মাহবুবুর রহমান, রশীদরানা, মিঠু সেন, শেরিন শেরপা, শাজিয়া সিকান্দার ও অসীম ওয়াকিফ। প্রদর্শনীর এ অংশে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় শিল্পী শিল্পা গুপ্তের নতুন শিল্পকর্ম। এ শিল্পকর্মের অনুপ্রেরণা হচ্ছে ‘ছিটমহল’ নামক বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্যবর্তী অংশ। যেখানে আনুমানিক ৫১ হাজার মানুষ কোনো ধরনের মানবাধিকার ছাড়াই বসবাস করছে। আর এর উপর ভিত্তি করেই শিল্পা গুপ্ত একেছেন একটি ধারাবাহিক চিত্রকর্ম।

(দ্য রিপোর্ট/এমএ/এসবি/এএল/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর