thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আলমডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধে একজন খুন

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ০০:৩২:২৫
আলমডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধে একজন খুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ উত্তরপাড়ার শহীদুল ইসলাম (৪৫) প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে তাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত শহিদুল মরহুম আফতাব মণ্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও গ্রামবাসী দ্য রিপোর্টকে জানান, একই গ্রামের জনৈক ছোট, মোজাম্মেলসহ বেশ কয়েকজন শহীদুলের বাড়িতে এসে তাকে বাইরে আসতে বলে। তিনি বাড়ির সামনের রাস্তায় এলে লাঠি ও রড দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ খুনের নেপথ্য কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে মুখ খোলেননি তিনি।

(দ্য রিপোর্ট/আরআর/এএস/এএল/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর