thereport24.com
ঢাকা, বুধবার, ১২ মার্চ 25, ২৮ ফাল্গুন ১৪৩১,  ১২ রমজান 1446

নারায়ণগঞ্জে সেন্সরবিহীন ফিল্ম জব্দ

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ০০:৪৭:৫১
নারায়ণগঞ্জে সেন্সরবিহীন ফিল্ম জব্দ

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বন্ধু সিনেমা হলে অভিযান চালিয়ে সেন্সরবিহীন লড়াকু চলচ্চিত্রের আটটি ফিল্ম ও পোস্টার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সিনেমা হলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়।

গাউসুল আজম জানান, তথ্য মন্ত্রণালয় ও চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক তাদের কাছে একটি চিঠিতে জানানো হয়, ওই সিনেমা হলে সেন্সরবিহীন লড়াকু নামক একটি চলচ্চিত্র প্রচার করা হচ্ছে। ওই চিঠি অনুযায়ী মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে হলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। এ সময় তারা একটি বস্তায় ৭টি ফিল্ম দর্শকদের সিটের নিচে লুকিয়ে রেখেছিল। চলমান একটি ফিল্মসহ আটটি ফিল্ম ও অশ্লীল পোস্টার জব্দ করা হয়েছে। দর্শকরা জানিয়েছেন, ১০ মিনিট পরপর অশ্লীল দৃশ্য প্রচার করা হচ্ছিল।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/এএল/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর